Tuesday, January 15, 2019

Noticeboard


ঢাবি "খ" ভর্তির অফিসিয়াল নোটিশ সহজে দেখতে চোখ রাখুন DUKUAPP Noticeboard এ।
কিংবা, ডেক্সটপে ভিজিট করুন→
http://dukuapp-noticeboard.blogspot.com

আমরা যথাসময়ে সব খবরাখবর আপডেট করবো।

Book Digests


Book Digests for DUKUAPP!

[] চারুপাঠ (৬ষ্ঠ শ্রেণি) (১৯৯৬ এর সিলেবাস) এর ডাইজেস্ট।

[] সপ্তবর্ণা (৭ম শ্রেণি) (১৯৯৬ এর সিলেবাস) এর ডাইজেস্ট।

[] সাহিত্য কণিকা (৮ম শ্রেণি) (১৯৯৬ এর সিলেবাস) এর ডাইজেস্ট।

[] মাধ্যমিক বাংলা সংকলন—গদ্য (৯ম-১০ম শ্রেণি) (১৯৯৬ এর সিলেবাস) এর ডাইজেস্ট।

[] মাধ্যমিক বাংলা সংকলন—কবিতা
(৯ম-১০ম শ্রেণি) (১৯৯৬ এর সিলেবাস) এর ডাইজেস্ট।

[] মাধ্যমিক সামাজিক বিজ্ঞান (৯ম-১০ম শ্রেণি) (১৯৯৬ এর সিলেবাস) এর ডাইজেস্ট।

[] মাধ্যমিক—
 • ইতিহাস
 • পৌরনীতি
 • অর্থনীতি
 • ভূগোল
(৯ম-১০ম শ্রেণি) (১৯৯৬ এর সিলেবাস) এর ডাইজেস্ট।

[] মাধ্যমিক বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি) ডাইজেস্ট।

[] মাধ্যমিক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (৯ম-১০ম শ্রেণি) ডাইজেস্ট।



Thanks | ধন্যবাদ

Notebooks

Help?


ঢাবি "খ" ইউনিটের প্রস্তুতি বিষয়ক তথ্য, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে ০১৮ কোডযুক্ত রবি নাম্বার থেকে কল করুন- ০১৭৫৬-৩১৫৬৩৯ তে।

কিংবা, আমাদের অফিসের ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে মেসেজ করুন।
Link: facebook.com/dukuapp

Tests


ঢাবি "খ" ইউনিটে আপনার নিজের অগ্রগতি পরীক্ষা করতে উপলব্ধিমূলক মডেল টেস্ট দিতে পারেন। সেজন্য ইন্টারনেট কানেকশন চালু রেখে এখানে ক্লিক করুন।
কিংবা, ডেক্সটপে ভিজিট করুন→
dukuapp-camat.blogspot.com

Library


DUKUAPP Library:—

• Notebooks

Note: ইন্টারনেট কানেকশন চালু রেখে এসব লিংকে ক্লিক করতে হবে।

Classroom


আমাদের অনলাইন ক্লাসরুমে যোগ দিতে ইন্টারনেট কানেকশন চালু রেখে এখানে ক্লিক করুন।
কিংবা, ডেক্সটপে ভিজিট করুন→
http://facebook.com/DUKUAPPClassroom

Office


আমাদের সকল অফিসিয়াল তথ্য জানতে ভিজিট করুন DUKUAPP এর ফেসবুক পেজ। সেজন্য ফেসবুক অ্যাপসে সার্চ দিন "ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প" লিখে অথবা, ভিজিট করুন→ http://facebook.com/dukuapp
কিংবা ইন্টারনেট কানেকশন চালু রেখে এখানে ক্লিক করুন।

Syllabus


ঢাবি "খ" প্রস্তুতির তথ্যবই:—

Note: ইন্টারনেট কানেকশন চালু রেখে এসব লিংকে ক্লিক করতে হবে।

বইয়ের তালিকা


√ যে সকল বই পড়তে হবে:
১. এইচএসসি'র— • বাংলা  • ইংরেজি  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
২. এসএসসি'র— • বাংলা ভাষার ব্যাকরণ  • সামাজিক বিজ্ঞান
৩. DUKUAPP এর—
• ঢাবি "খ" প্রস্তুতি বাংলা নোটবুক
• ঢাবি "খ" প্রস্তুতি ইংলিশ নোটবুক
• ঢাবি "খ" প্রস্তুতি তথ্যপ্রযুক্তি নোটবুক
• ঢাবি "খ" প্রস্তুতি বুক ডাইজেস্টস
• ক্রিয়েটিভ প্রশ্নব্যাংক
৪. এবং
• ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রশ্নব্যাংক।
• অভিযাত্রী বাংলা (সাহিত্য ও ব্যাকরণ এবং ATM)
• English Apps (Nahidul Islam Nahid)
• MP3 সাধারণ জ্ঞান (বাংলাদেশ)
• MP3 সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)
• কারেন্ট অ্যাফেয়ার্স সালতামামি ২০১৯
• কারেন্ট অ্যাফেয়ার্স: জানুয়ারি ২০২০- পরীক্ষার এক সপ্তাহ পূর্ব পর্যন্ত যে সংখ্যা পাওয়া যায়, অথবা— সাম্প্রতিক তথ্যব্যাংক অনলাইন (লিংক→ recentinfobank.blogspot.com)।
• দৈনিক 'প্রথম আলো' অথবা— সাপ্তাহিক নিউজপেপার ডাইজেস্ট অনলাইন (লিংক→ newspaperdigestbd.blogspot.com)।
♪ BBC News বাংলা— দৈনিক দুইবার; সকালে- প্রত্যুষা/প্রভাতী এবং রাতে- প্রবাহ/পরিক্রমা।
Look: এসব পড়লেই যথেষ্ট, অযথা কোচিং এর শিট পড়ে সময় নষ্ট করবেন না। এই বইগুলো হতে যা পড়ানো হবে তা মনে রাখতে পারলেই চান্স হবে।

Note: আমাদের সংগ্রহে থাকা ই-বুকগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

পরামর্শ


প্রথমেই বলেছি ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতির জন্য পরিবেশ ও সাম্প্রতিকতা সম্পর্কে সজাগ হতে এবং সৃজনশীল, বিশ্লেষণমনস্ক ও কৌশলী হতে হবে। এক কথায় স্মার্ট হতে হবে।
১.
বাংলার ক্ষেত্রে সাম্প্রতিক দৈনিক পত্র-পত্রিকায় বহুল আলোচিত বাংলা আইকন শব্দগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। দেখা যায় এর মধ্যে হতেই শব্দ গঠন বিভাগে নয়তো অর্থতত্ত্বে কিংবা বানান বিষয়ক প্রশ্ন হয়ে থাকে। এ বিষয়ে আমরা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবো।
২.
ইংরেজির বিষয়ে বলতে হয় Text Book টি এ-টু-জেট বিশ্লেষণমূলকভাবে অধ্যয়ন করতে হবে। এক্ষেত্রে আমরা সমৃদ্ধ শিক্ষাদান করবো। আর Grammar এবং Language Knowledge and Applying এর ক্ষেত্রে আমাদের ক্লাসের শিক্ষাদান সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করবে।
৩.
সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অধিকতর গুরুত্বপূর্ণ টপিকগুলো বেশি অধ্যয়ন করতে হবে এবং সাম্প্রতিক বিষয়গুলো চুলচেরাভাবে অধ্যয়ন করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রকল্প সর্বোৎকৃষ্ট সেবা দিবে।
সুতরাং কথা একটাই, ক্লাস মিস করা যাবে না। ক্লাস মিস তো চান্স মিস। আমাদের নিয়মিত শিক্ষাদান তোমাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে ইনসায়াল্লাহ।

সিলেবাস


Syllabus for DU Kha Unit Admission Test


[] বাংলা

ক.→ সাহিত্য
5★
o সিলেবাসের অন্তর্ভুক্ত পাঠ্যসমূহ এবং এর লেখক পরিচিতি, ব্যাকরণ ও ভাষাজ্ঞান অংশ।

3★
o বাংলা সাহিত্যের ইতিহাস

2★
o বাংলা পাঠ্যসমূহ (প্রকাশক, প্রকাশকাল ও প্রকাশিত বিশেষ লেখাসমূহ)


1★
o বাংলা ভাষা
o বাংলা ভাষার বংশগত শ্রেণীবিভাগ



খ.→ ব্যাকরণ ও ভাষাজ্ঞান
5★
o ণত্ব বিধান ও ষত্ব বিধান
o সন্ধি
o সমাস
o উপসর্গ
o অনুসর্গ
o বাংলা বানানরীতি→ (শেখার জন্য)
o শব্দের শ্রেণীবিভাগ
o ধ্বনির পরিবর্তন
o শব্দ শুদ্ধিকরণ
o বাক্য শুদ্ধিকরণ
o ধাতু
o ক্রিয়াপদ
o ক্রিয়ার ভাব
o সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ
o শব্দ গঠন
o বাংলা শব্দ সম্ভার
o সমার্থক শব্দ
o বিপরীতার্থক শব্দ
o পারিভাষিক শব্দ
o অনুবাদ
o এক কথায় প্রকাশ।


4★
o প্রকৃতি ও প্রত্যয়
o নির্ধারক বিশেষণ
o সাপেক্ষ সর্বনাম
o বাক্য প্রকরণ
o কারক ও বিভক্তি
o বাচ্য
o বাগধারা
o প্রবাদ প্রবচন→(কিন্তু বুদ্ধি করে উত্তর করতে হবে)

3★
o দ্বিরুক্ত শব্দ
o বাংলা অনুজ্ঞা
o পুরুষ
o ক্রিয়া বিভক্তি

2★
o সংযুক্ত ব্যাঞ্জন বর্ণ
o বিরাম চিহ্ন
o বচন
o পদ ও পদের শ্রেণীবিভাগ
o ক্রিয়ার কাল
o ধাতুর গণ


1★
o বাংলা ব্যাকরণ ও এর প্রয়োগবিধি
o ধ্বনি প্রকরণ
o পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
o সংখ্যাবাচক শব্দ
o ভাষারীতি রূপান্তর
o পদাশ্রিত নির্দেশক
o একই শব্দের ভিন্নার্থক প্রয়োগ
o বাক্যে পদসংস্থাপনার ক্রম
o সমোচ্চারিত শব্দ
o পদ পরিবর্তন
o সম্বন্ধ ও সম্বোধন পদ
o বাক্য রূপান্তর
o উচ্চারণ
+ বিবিধ।


[] English

A.→Literature
5★
o Stories and Poems of the Text Book, Analysis of the works and writers.
o Grammar and Language knowledge based on the Text Book.


B.→Grammar and LK
5★
o Forms of word (Form Selection)
o Correct Sentence Selection
o Using Right Forms of Word
o Right Forms of Verb
o Subject-Verb Agreement
o Either__ or/ Neither__ nor
o Tag Question
o সঠিক ইংরেজি অনুবাদ
o Appropriate Preposition
o Linking Words
o Synonym
o Antonym
o Correct Spelling

4★
o Conditional Sentence
o Use of Articles
o Idioms and Phrases
o Group Verbs
3★
o Parts of Speech
o Noun (Countable and Uncountable Noun)
o Kinds of, Type of, One of
o Sentence Correction
o Classification of Verbs
o Sequence of Tense
o Inversion
o Nominal That Clause
o Embedded Question
o Conjunction in Details
o Infinitive, Gerund and Participle in Details
o Modal Auxiliaries
o Causative Verbs
o Comparison of Adjective & Adverbs
o Parallelism
o Agreement
o Subjunctives


2★
o Affix
o Pronoun in Details
o Adjective in Details
o Adverbs in Details
o Sentence Completion
o Analogy
o Classification of Clause
o Adjective Clause
o Reduced Adjective Clause
o Adverb Clause
o Reduced Adverb Clause
o Dangling Modifier
o General Preposition
o Number

1★
o Voice
o Degree of Adjective
o Gender
o Direct and Indirect Speech

C.→Applying Knowledge Skill
4★
o Comprehension


[] সাধারণ জ্ঞান

ক.→ বাংলাদেশ Fundamental

5★
o বাংলাদেশ পরিচিতি (এ-টু-জেট): (নবম-দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বই এর বাংলাদেশ অংশ)- প্রোফাইল, ভৌগলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি, সীমান্ত এলাকা, ছিটমহল, আবহাওয়া ও জলবায়ু, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ: কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ, জলজ ও মৎস্য সম্পদ, বাংলাদেশের শিল্প: পাট, বস্ত্র, চিনি, কাগজ, সিমেন্ট, সার ইত্যাদি, জনসংখ্যা, যাতায়াত ব্যবস্থা, প্রধান শহর ও বাণিজ্য কেন্দ্র, পর্যটন ইত্যাদি।


o বাংলাদেশের নদ-নদী: প্রধান নদ-নদীসমূহ, মোট সংখ্যা, উৎস, মিলিতস্থল, বিভক্তি, শাখা প্রশাখা, উপনদী, নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর, নদী বন্দর, দেশিয় নদীতে বিখ্যাত বাধসমূহ, সীমান্তবর্তী নদীসমূহ, ইত্যাদি.......

o বাংলাদেশ পরিচিতি প্লাস+: বাংলাদেশের দ্বীপ, চর, নব্য প্রাকৃতিক উৎপত্তিসমূহ, দর্শনীয় স্থানসমূহ, ইত্যাদি।
o বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ (সাম্প্রতিক)
o বাংলাদেশের উপজাতি ও নৃগোষ্ঠী (জনসংখ্যা অংশে): ...........

o বিজ্ঞান জগতে বাংলাদেশ: বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র, স্যাটেলাইট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন (পরিবহন যোগাযোগ ও তথ্য যোগাযোগ), বিনিময় উৎকর্ষ সাধন, সাম্প্রতিক আবিষ্কারসমূহ ইত্যাদি।

o বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা ও অর্থনীতি: বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, অর্থনীতি, শ্রমিক অধিকার আইন, বৈদেশিক সাহায্য, NGOs, EPZs, ECNEC (একনেক) ইত্যাদি।
o বাংলাদেশের মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা
o বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহ।

o বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: ভূমিকা, শিক্ষা কাঠামো, শিক্ষাস্তর, শিক্ষা আইন, জাতীয় শিক্ষানীতি, ইত্যাদি.......
o ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস
o সাম্প্রতিক শিক্ষা সংবাদ।

o স্বাধীনতার ইতিহাস→ মুক্তিযুদ্ধ: পাকিস্তান আমলে বাংলাদেশ: ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬ এর ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যূত্থান, ৭০ এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ।

o মুক্তিযুদ্ধ: মুক্তিযুদ্ধের ঘোষণা, অস্থায়ী সরকার গঠন, সেক্টরসমূহের তথ্য, ঘটনাপ্রবাহ, বিভিন্ন দেশ কতৃক স্বীকৃতি, স্বীকৃত বীরসমূহের তথ্য ও অন্যান্য....

o মুক্তিযুদ্ধ প্লাস+: মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ও লেখক/ মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থসমূহ
o মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রসমূহ
o মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক স্থাপত্য ও ভাস্কর্যসমূহ।

o সংবিধান ও বাংলাদেশের সংবিধান: ~~ সংবিধান এর সংজ্ঞা ও প্রকারভেদ। ইংরেজি __ শব্দটির উৎপত্তি+ বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের প্রকৃতি।~~~
o বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস: সংবিধান প্রণয়ন কমিটি গঠন, খসড়া সংবিধানের রূপরেখা। ৭২ এর খসড়া সংবিধান পেশকরন, গ্রহণ এবং কার্যকর করন।
o বাংলাদেশের বর্তমান সংবিধানের বৈশিষ্ট্য/ প্রকৃতি, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদসমূহ।
o সংবিধানের সংশোধনীসমূহ ও এর বিষয়বস্তু
o সাংবিধানিক পদবীসমূহের ক্রম
o সাংবিধানিক বিভিন্ন নীতিসমূহ
(সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন)

o গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি পদবীসমূহ এবং আমলাতন্ত্র।
o আমলাতন্ত্র: __ এর অর্থ, বানান। বাংলাদেশের আমলাতন্ত্রের প্রকৃতি ও শাখাসমূহ।

o বাংলাদেশের প্রশাসন (আইন, শাসন ও বিচার বিভাগ): বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা/ কাঠামো, আইন বিভাগ: স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্ত্বশাসন, রাজনৈতিক দল ব্যবস্থা, বাংলাদেশের নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জাতীয় সংসদ...।
o সরকার ব্যবস্থার বিভিন্ন বিভাগসমূহ: প্রতিরক্ষা, পররাষ্ট্র, শিক্ষা, বাণিজ্য.......... ইত্যাদি বিভাগ/,
o মন্ত্রণালয়, সচিবালয় ও সুপ্রিম কোর্ট
o সাংবিধানিক, স্বায়ত্ত্বশাসিত ও অন্যান্য সংস্থাসমূহ।
(শাসন বিভাগকে বলা হয় নির্বাহী বিভাগ)

o জাতীয় সংসদ: ভূমিকা, অবকাঠামো, পদশ্রেণী, কার্যপদ্ধতি ও কার্যপরিধি, বর্তমান পরিষদের তথ্য এবং বিবিধ তথ্যাদি।
Note: জাতীয় সংসদ হচ্ছে দেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং সংবিধান বাস্তবায়নকর্মের কেন্দ্রস্থল।

o বাংলার ইতিহাস: (প্রাচীন যুগ- মধ্যযুগ): প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, প্রাচীন বাংলার জনপদসমূহ।
o বাংলাদেশের প্রথম, শ্রেষ্ঠ, বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম ও ক্ষুদ্রতম বিষয়াবলীর প্রোফাইল।

o বাংলাদেশের পুরস্কারসমূহ: বাংলা একাডেমী পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ইত্যাদি (সাম্প্রতিক)

o আন্তর্জাতিক সংস্থাসমূহ ও বাংলাদেশ: ......................................................................................।


4★
o বঙ্গবন্ধু সম্পর্কিত: উইকিপিডিয়া (বাংলা) হতে।
o বাংলাদেশের গুরুত্বপপূর্ণ জাতীয় দিবসসমূহ (টপিক এর সঙ্গে)
o বাংলাদেশ বিষয়ক Abbreviations
o মন্ত্রণালয়ের অধিনস্থ বিভাগসমূহ
o বাংলাদেশ ঘোষিত বর্ষ
o বাংলাদেশের বিখ্যাত কয়েকটি অপারেশন ও সামরিক অভিযান।


o বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা→ ইংরেজ শাসন: সুলতানী আমল, আফগান ও মোগল আমল, বাংলায় ইউরোপীয়দের আগমন, বাংলায় ইংরেজ কোম্পানীর শাসন, বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ।
o বঙ্গভঙ্গ রদ পরবর্তী সময় হতে ভারত বিভাগ।

o বাংলার ধর্মীয় ও সামাজিক সংস্কারসমূহ: .....................................................................................।

o বাংলাদেশের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি
o বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য
o বাংলাদেশের জাতীয় দিবসসমূহ
o বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্বসমূহ

o বাংলা সাহিত্য:
o বিখ্যাত বাংলা সাহিত্য ও সাহিত্যিক
o বাংলা সাহিত্যে প্রথম বিষয়সমূহ
o বাংলা সাহিত্যের কবি ও সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম।
o সাম্প্রতিক বাংলা সাহিত্য পুরস্কারসমূহ
o বাংলাদেশের সাহিত্যিকদের প্রাপ্ত আন্তর্জাতিক পুরস্কারসমূহ।

3★
o বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ
o বাংলাদেশের বিখ্যাত বিষয়সমূহ
o বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহ
o বাংলাদেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রসমূহ
o বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা
o বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও পুরাতন নাম


2★
o বাংলাদেশের রেডিও ও টেলিভিশন ব্যবস্থা
o বাংলাদেশে ঐতিহাসিকভাবে বিখ্যাত সাল
o ভিন্নার্থক অর্থে কাছাকাছি শব্দ (বাংলাদেশ)
o কতিপয় শব্দ সংক্ষেপ (বাংলাদেশ)
o বাংলাদেশের যাদুঘর পরিচিতি
o বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত গ্রন্থ ও লেখক (ভাষারীতি হতে+---)

1★
o ঢাকার প্রথম................।
o ঢাকার উল্লেখ্যযোগ্য স্মরণীয় ঘটনা
o ঢাকার উপর রচিত কতিপয় গ্রন্থ
o কতিপয় বাংলা গ্রন্থ ও উৎসর্গ



খ.→ আন্তর্জাতিক Fundamental

5★
o জাতিসংঘ (এ-টু-জেট): পটভূমি ও গঠন (জাতিপুঞ্জ হতে জাতিসংঘ), জাতিসংঘ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট চুক্তি ও সম্মেলনসমূহ, উদ্দেশ্য, জাতিসংঘের মূল সংস্থাসমূহ (প্রধান শাখাসমূহ), জাতিসংঘের উন্নয়নমমূলক লক্ষ্যসমূহ (MDG, SDG.....), জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাসমূহের প্রোফাইল, জাতিসংঘের বিশেষায়িত ও অন্যান্য সংস্থাসমূহ, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মহাসচিবদের বাংলাদেশ সফর, সাম্প্রতিক সময়ে জাতিসংঘে প্রদত্ত বিভিন্ন দেশের চাঁদার হার, জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন সম্মেলন, জাতিসংঘ ঘোষিত বর্ষ, জাতিসংঘ বিষয়ক সাধারণ তথ্যব্যাংক, জাতিসংঘের উল্লেখ্যযোগ্য ঘটনাবলী, জাতিসংঘ বিষয়ক বিবিধ তথ্যাবলী ইত্যাদি।
o মহাসচিব ও জাতিসংঘের নোবেল পুরস্কার লাভ
o শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত জাতিসংঘ ও এর অঙ্গসংগঠনসমূহ।
o জাতিসংঘ ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোবেল শান্তি পুরস্কার লাভ।
o জাতিসংঘের বিশেষায়িত ও অন্যান্য সংস্থাসমূহ: ...............................................................................................।
o জাতিসংঘে বাংলাদেশ।


o বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, পার্লামেন্ট ও মুদ্রার নাম এবং কেন্দ্রীয় ব্যাংকের নাম।
o World Bank ও অন্যান্য আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাসমুহ।
o World Bank:..................................।
o বিশ্ব রাজনীতি ও অন্যান্য
o বিশ্বের বিভিন্ন সামরিক জোট
o ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
o সাম্প্রতিক আলোচিত স্থানসমূহ
o বিশ্বের বিখ্যাত স্থান ও দর্শনীয় বস্তু, সপ্তাচার্য... ইত্যাদি।
o বিশ্বের বিখ্যাত গ্রন্থ ও লেখক
o প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ
o মহাকাশ পর্ব

o আন্তর্জাতিক পুরস্কারসমূহ: নোবেল, অস্কার, ম্যান বুকার, রেমন ম্যাগসাসে, কান চলচ্চিত্র পুরস্কার, আবেল...... ইত্যাদি। (সাম্প্রতিক দেখতে হবে)

4★
→ মহাদেশ পরিচিতি: o এশিয়া: এশিয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য, ঘটনা পরিক্রমায় এশিয়া মহাদেশ, এশিয়ার গুরুত্বপূর্ণ স্থানসমূহ ইত্যাদি।
o ইউরোপ: ইউরোপের বিখ্যাত স্থান, ইউরোপের রাজনৈতিক বিবরণ ও সংক্ষিপ্ত তথ্যবাংক।
o আফ্রিকা: আফ্রিকার বিভিন্ন দেশের বিখ্যাত স্থান, আফ্রিকার সংক্ষিপ্ত তথ্যব্যাংক।
o উত্তর আমেরিকা: উত্তর আমেরিকার বিভিন্ন দেশের বিখ্যাত স্থান, উত্তর আমেরিকার তথ্যব্যাংক।
o দক্ষিণ আমেরিকা: দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের বিখ্যাত স্থান, দক্ষিণ আমেরিকার সংক্ষিপ্ত তথ্যব্যাংক।
o ওশেনিয়া: ওশেনিয়ার বিভিন্ন দেশের বিখ্যাত স্থান, ওশেনিয়ার সংক্ষিপ্ত তথ্যব্যাংক।


o বিশ্বের প্রধান প্রধান নদ-নদী
o বিশ্বের বিখ্যাত প্রণালীসমূহ, খাল ও দ্বীপ
o বিশ্বের প্রধান প্রধান সমুদ্র বন্দর
o আলোচিত বিতর্কিত ভূমিসমূহ
o বিশ্বের কয়েকটি সীমান্তবর্তী ভূমি/ অঞ্চল
o বিশ্বের গুরুত্বপূর্ণ লাইন ও সীমারেখা
o বিশ্বের বিখ্যাত অন্তরীপ ও আন্তর্জাতিক রুট
o বিশ্বের কতিপয় রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ স্থান
o বিশ্বের কতিপয় সামরিক ঘাটি ও অবস্থান
o বিশ্বের কয়েকটি সামরিক অপারেশন
o পারমাণবিক বিস্ফোরণ অঞ্চল/ স্থান

o বিশ্বের উল্লেখ্যযোগ্য যুদ্ধ
o বিশ্বের উল্লেখযোগ্য চুক্তি
o বিশ্বের ইতিহাসে স্মরণীয় ঘটনা ও সাল (অটোমেটিকলি)
o গুরুত্বপূর্ণ দিবসসমগ্র (জাতীয় ও আন্তর্জাতিক) সমন্বয়তত্ত্ব

o বিশ্বের বিভিন্ন জিনিসের উৎপত্তিস্থল/ সুত্রিকাগার
o বিশ্বের প্রধান ধর্মসমূহ
o বিশ্ব রাজনীতিতে নারী নেতৃত্ব (........+ সাম্প্রতিক)
o আন্তর্জাতিক Abbreviations

o বিশ্বের বিখ্যাত সংবাদ সংস্থাসমূহ
o বিশ্বের বিখ্যাত/ উল্লেখ্যযোগ্য গণমাধ্যম ও জরিপ প্রতিষ্ঠান
o বিশ্বের বিখ্যাত লাইব্রেরী
o বিশ্বের বিখ্যাত যাদুঘর
o বিশ্বের বিখ্যাত গ্রন্থসমূহ
o ক্রীড়াজগৎ (অলিম্পিক, বিশ্বকাপ ................... ইত্যাদি)

3★
o বিশ্ব পরিচিতি
o বিশ্বের বিভিন্ন অঞ্চল ও বিশেষ অঞ্চল পরিচিতি
o বিশ্বের বিভিন্ন দেশের/ স্থানের ভৌগলিক উপনামসসমূহ
o বিশ্বের বিভিন্ন দেশের/ স্থানের প্রাচীন ও নতুন নাম
o বিভিন্ন দেশের উপনিবেশিক পরিচিতি
o এশিয়ার দর্শনীয় স্থান ও বস্তু
o বিশ্বের বিভিন্ন জলপ্রপাত, মরুভূমি ও অন্যান্য
o সমান্তরাল/ অক্ষরেখাসমূহ
o আন্তর্জাতিক সীমা চিহ্নিতকরন রেখাসমূহ
o তথ্য ভিন্নতা (কোথায়/ কোনটি)
o বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ/ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ
o বিশ্বের কয়েকটি কেলেঙ্কারির তথ্য
o বিশ্বের বিখ্যাত মিউজিয়াম ও পার্কসমূহ
o উপমহাদেশের বিখ্যাত স্থাপত্য ও নির্মাতা
o বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
o বিশ্বের বিভিন্ন গেরিলা সংগঠন
o বিশ্বের গুরুত্বপূর্ণ বিমানবন্দরসমূহ
o বিশ্বের বিমান সংস্থাসমূহ ও দেশ
o বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্ব (কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ)
o বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের উপাধি
o বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখ্যযোগ্য উপজাতি ও নৃগোষ্ঠী
o বিশ্বের বৃহত্তম, গভীরতম, উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম।


2★
o প্রাচীন যুগীয় ও অন্যান্য দার্শনিক
o বিশ্ব ইতিহাসে বিভিন্ন ব্যক্তির নির্বাসন
o ভিন্নার্থক অর্থে কাছাকাছি শব্দ (আন্তর্জাতিক)
o কতিপয় শব্দসংক্ষেপ (আন্তর্জাতিক)

1★
o বিশ্ব জনসংখ্যা পরিসংখ্যান (বিভিন্ন দেশের অবস্থান)
o প্রাচীন সভ্যতাসসমূহ
o বিভিন্ন খেলার উদ্ভবের ইতিহাস ও উৎসস্থল
o বিভিন্ন দেশের জাতীয় খেলা
o বাজেয়াপ্ত কিছু সাহিত্যকর্ম
o বিখ্যাত ব্যক্তিদের জীবনকাল
o বিশ্বের কতিপয় গ্রন্থ ও উৎসর্গ



গ.→ অন্যান্য Fundamental

5★
o বিভিন্ন শাস্ত্র/ তত্ত্ব/ ধারণা ও জনক
o বিখ্যাত চিত্রকর্ম ও চিত্রকর
o পরিবেশ


4★
o উক্তি ও প্রবক্তা
o এইডস

3★
o বিজ্ঞান পরিক্রমা
o কম্পিউটার বার্তা
o বৈজ্ঞানিক যন্ত্রপাতি

2★
o সময় পরিমাপ বিষয়ক: দশক, রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী, শতাব্দী, সার্ধশত।

1★
o বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও আবিষ্কারক।

---
© মোঃ মেহেদী হাসান,
লেখক, গবেষক ও সোশ্যাল ওয়ার্কার।
Info Desk: http://mahadihasaninfo.blogspot.com
Facebook: facebook.com/mahadihasan24

সাজেশন্স



ঢাবি "" ইউনিট ভর্তির উৎসভিত্তিক সাজেশন্স!


"ঢাবি" তে ভর্তি পরীক্ষার সুযোগ এখন মাত্র ১ বার। তাই নিজেকে প্রতিযোগিতার জন্য উপযুক্তরূপে প্রস্তুত করার জন্য পড়াশুনার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা আবশ্যক। এসব কৌশল শেখার জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট লার্নিং সিস্টেম; আর সেভাবেই আমরা সাজিয়েছি "ঢাবি খ ইউনিট" ভর্তির প্রাইভেট প্রোগ্রাম! সে লক্ষ্যেই আমরা অফার করলাম "ঢাবি খ ইউনিট" ভর্তির উৎসভিত্তিক সাজেশন্স!


[] বাংলা

*** প্রতি বছরই যেসব বিষয়ের উপর প্রশ্ন হয়:
১. পাঠ্যবই (গদ্য ও কবিতা)
২. বাক্যের ভুলের সংখ্যা নির্ণয়
৩. ণত্ব বিধান ও ষত্ব বিধান
৪. শব্দের অর্থ/ সমার্থক শব্দ
৫. বিপরীতার্থক শব্দ
৬. পারিভাষিক শব্দ
৭. সঠিক বঙ্গানুবাদ
৮. বাগধারা/ প্রবাদ প্রবচন
৯. সন্ধি/ সমাস
১০. উপসর্গ/ অনুসর্গ

** এছাড়াও যেসব বিষয় হতে প্রায়ই প্রশ্ন হয়:
১. প্রকৃতি ও প্রত্যয়
২. বাক্যে ক্রিয়ার বিভিন্ন রূপ পরিচিতি
৩. বাক্য সংকোচন
৪. ব্যুৎপত্তি নির্দেশ
৫. শুদ্ধ শব্দ নির্ণয়
৬. বাক্য প্রকরণ
৭. শব্দ গঠন

# পাঠ্যবই এর প্রশ্ন মডেল
* লেখক- জন্ম, মৃত্যু ও বিশেষ সাল/ উপাধি/ ছদ্ননাম
* লেখা- পত্রিকা/ প্রকাশ সাল/ সম্পাদক
*** উপকরণ- লেখার অন্তর্গত বিষয়াবলী;
যেমন- 'কৌপীন' শব্দটি 'সাহিত্যে খেলা' রচনার অন্তর্গত।
~ নীল পেন্সিল < হৈমন্তী 


[] English

*** প্রতি বছরই যেসব বিষয়ের উপর প্রশ্ন হয়:
1. Text Book
2. Forms of Word
3. Correct Sentence Selection
4. Appropriate Preposition
5. Linking Words
6. Synonym
7. Antonym
8. Correct Spelling
9. Either _ or/ neither _ nor
10. Tag Question
11. সঠিক ইংরেজি অনুবাদ
12. Right Forms of Word / Verb
13. Subject- Verb Agreement

** এছাড়াও অধ্যয়ন করতে হবে:
1. Conditional Sentence
2. Use of Articles 
3. Idioms and Phrases
4. Group Verbs
5. English Literature Info.

# Question Model of Text Book:
*** Word Meaning/ Synonym/ Antonym/ Derivatives (Word Formation):
(i) Which pair of words is synonymous?
→ waste, trash
From: Unit Six> Lesson-2> Work-"B" and "C"
(ii) "Contaminate" means___________.
→ pollute
From: Unit Six> Lesson-2> Work-"C"> Line-"9"
(iii) "Niche" means___________?
→ hollow
From: Unit Four> Lesson-5> Work-"A"> Line-"15"
(iv) The word "Substantiate" is a/an __________.
→ verb
From: Unit Fifteen> Lesson-3> Work-"B"> Line-"4"> Word-"3"
*** Fill in the blank:
(i) Camping _________ usually provide facilities _________ entertainment.
→ sites, for
From: Unit Four> Lesson-1> Work-"C"> Line-"23"
(ii) He got a ________ of land ________ his village.
→ lease, in
From: Unit Twenty> Lesson-3> Work-"B"> Line-"11"
(iii) One of the ________ of globalization is cultural ________.
→ effects, assault
From: Unit Twenty-one> Lesson-5> Work-"D"> Line-"Headline"

*** Textual Grammar:
(i) Choose the correct sentence.
→ His hair is not straight but curly.
From: Unit Five> Lesson-1> Work-"E"> Line-"5"
*** Textual English Literature
(i) In Shelley's "Ozymandias" 'frown', and 'sneer of cold command' are seen on _________.
→ shattered visage
From: Unit Seventeen> Lesson-7> Work-"B"
* Textual G.K.
(i) The Taj Mahal is a/an ________ monument of the ________ century.
→ Moghal, 17th
From: Unit Eighteen> Lesson-4> Work-"C"> Line-"2"


[] সাধারণ জ্ঞান:

*** যেসব বিষয়ের উপর প্রশ্ন হয়/ প্রশ্ন মডেল:
১. সাধারণ 'সাধারণ জ্ঞান':
√ বাংলাদেশ
√ বিশ্ব

২. সাম্প্রতিক 'সাধারণ জ্ঞান':
√ বাংলাদেশ
√ বিশ্ব

৩. মৌলিক জ্ঞান:
√ অর্থনীতি
√ পৌরনীতি
√ সমাজবিজ্ঞান
√ ইতিহাস
√ ভূগোল
ও অন্যান্য

প্রশ্নের উৎস: প্রতি বছরই যেসব বিষয়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয় তার উৎসসমূহ নিম্নরূপ-
১. ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত (R1+A1) M+
২. বিজ্ঞান ও প্রযুক্তি / কম্পিউটার M+
৩. শব্দের উৎস ভাষা নির্ণয় M+
৪. সংবিধান, সংসদ ও মন্ত্রণালয় Q1.M+
৫. মুক্তিযুদ্ধ ও অন্যান্য স্বাধিকার আন্দোলন M+
৬. ইতিহাস/ জনপদ/ ঐতিহাসিক নিদর্শন Q1.M+
৭. "___" গ্রন্থটির লেখক কে? M+
৮. শিক্ষা ব্যবস্থা এবং উৎপাদন ব্যবস্থা ও অর্থনীতি M+
৯. রিপোর্ট- সমীক্ষা Q1.M+
১০. "___" এর প্রবক্তা কে? M+
১১. "___" কোন বিষয়ের অধ্যয়ন? M+
১২. পদক-পুরষ্কার-সম্মাননা M+
১৩. সরকার ও এর অঙ্গসংগঠন সম্পর্কিত M+
১৪. জাতিসংঘ/ সার্ক M+
১৫. বিভিন্ন দেশের রাজধানী, পার্লামেন্ট ও মুদ্রার নাম এবং কেন্দ্রীয় ব্যাংকের নাম M+
১৬. দূর্যোগ- দূর্ঘটনা M+
১৭. পজিটিভ বাংলাদেশ (আবিস্কার, উন্নয়ন এবং অবদান) M+
১৮. জয়িতা (বিশ্বে নারীদের বিশেষ পদ গ্রহণ ও অবদান) M+
১৯. চুক্তি-সনদ-সম্মেলন M+
২০. খেলাধুলা (Ban1+ Wor1) M+
২১. আন্দোলন/ বিদ্রোহ/ প্রতিবাদ
২২. বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন/ প্রতিষ্ঠান
২৩. দেশিয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সম্পর্কিত
২৪. বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ ও বিপ্লব (May be)
২৫. পরিবেশ (আবহাওয়া ও জলবায়ু) রক্ষায় সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম M+
২৬. বাংলাদেশের নদ-নদী M+
২৭. বাংলাদেশের প্রাকৃতিক ও শক্তি সম্পদ
২৮. রবীন্দ্রনাথ এবং নজরুল সম্পর্কিত 
২৯. বিখ্যাত স্থাপনা/ ভাস্কর্য (May be)
৩০. দেশিয় ও বৈদেশিক বিখ্যাত চলচ্চিত্র
৩১. বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্বসমূহ
৩২. বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্বসমূহ
৩৩. তারিখ/ প্রতিদিনের বিশ্ব (জানুয়ারি হতে পরীক্ষার পূর্ব পর্যন্ত) M+
যেমন- "--ঘটনাটি--" কোন তারিখে হয়েছে? 


প্রশ্ন বিশ্লেষণ!
(২০১১ সালের প্রশ্ন বিশ্লেষণ):

[] বাংলা:
√ টেক্সট বুক- ৮ টি
√ ভাষা জ্ঞান- ৪ টি
√ ব্যাকরণ- ১১ টি
√ অন্যান্য- ২ টি
মোট= ২৫ টি
এখানে,
~ পাঠ্যবই হতে ব্যাকরণ- ১ টি

[] English:
√ Text Book- 6 Qus
√ Grammar- 7 Qus
√ LK- 3 Qus
√ Passage- 8 Qus
√ Others- 1 Qu
Total= 25 Questions
এখানে,
~ Vocabulary সমূহ LK এর অন্তর্ভুক্ত যা,
Text Book হতে- 3 Qus
সাধারণভাবে- 1 Qu (Passage হতে)

[] সাধারণ জ্ঞান:
√ সাধারণ 'সাধারণ জ্ঞান'
বাংলাদেশ- ৭টি
বিশ্ব- ৬টি
মোট= ১৩টি
√ সাম্প্রতিক 'সাধারণ জ্ঞান'
বাংলাদেশ- ১৪টি
বিশ্ব- ৯টি
মোট= ২৩টি
√ মৌলিক জ্ঞান
মোট= ১৪টি
+ সর্বমোট= ৫০টি
এখানে,
~ গত বছরের প্রশ্ন হতে Repeat প্রশ্ন হয়েছে:
বাংলাদেশ- ২টি
বিশ্ব- ১টি
মোট= ৩টি (সাম্প্রতিক সাধারণ জ্ঞান)

---
© মোঃ মেহেদী হাসান,
লেখক, গবেষক ও সোশ্যাল ওয়ার্কার।


সতর্কবার্তা


ঢাবি "খ" ইউনিটে ভর্তির স্বপ্ন পূরণ হয় না যেসব ভুলের কারণে!

ঢাবি তে ছাত্র-ছাত্রীদের ভর্তির স্বপ্ন পূরণ না হওয়ার মূল কারণই হলো সচেতনতা এবং স্বচ্ছ ধারণার অভাবহেতু কোচিং এর ফাঁদে পড়ে সময় নষ্ট করা এবং সেইসঙ্গে স্মার্টলি পড়াশুনা করতে না পারা। আর কিছু ছোট কারণও আছে। সব মিলিয়ে বেশ কিছু কারণ আছে। কারণসমূহ নিম্নরূপ:

১. নিজে ভালো ছাত্র বলে অতিরিক্ত আশাবাদী হওয়া: আমি তো ভালো ছাত্র, আমার চান্স তো হবেই। এই ভেবে পড়াশুনায় সিরিয়াস না হওয়া। তারা এটা বুঝতে পারে না যে ভার্সিটির ভর্তি পরীক্ষা বোর্ডের পরীক্ষার মতো নয় যে এখানে অল্প পড়ার মধ্যে থেকে প্রশ্ন কমন আসবে।

২. আগের মতো আরাম আয়েশে দিন কাটানো। কিন্তু ভার্সিটি ভর্তি প্রস্তুতির জন্য দৈনিক ৮-১০ ঘণ্টা পড়াশুনা করতে হবে এবং স্মার্টলি।

৩. স্মার্টলি পড়াশুনা না করা, দৈনিক ৮ ঘণ্টা স্মার্টলি পড়াশুনা করলেই চান্স হবে আর হাদারামের মতো করে দিনে ১৬ ঘন্টা পড়াশুনা করলেও চান্স পাওয়া সম্ভব না। এজন্যই আমি আমার প্রাইভেটের ছাত্র-ছাত্রীদের প্রথম এক সপ্তাহ ধরে শেখাই কীভাবে স্মার্টলি পড়াশুনা করতে হয়।

৪. কোচিং এর ফাঁদে পড়া: নামী দামী কোচিংয়ে ভর্তি হওয়া, এবং এরূপ ধারণা করা যে আমি তো নামকরা কোচিংয়ে পড়ছি, মনেহয় এরা যা শেখাচ্ছে এই যথেষ্ট। কিন্তু আমি গবেষণা করে দেখেছি এদের ৪০-৪৮ টি শিট আর ইয়া মোটা গাইড বই হতে ঢাবি "খ" ইউনিটে ৩৫-৪০% এর বেশি প্রশ্ন কমন আসে না।

৫. আর একদল পাগল আছে যারা ঢাকায় আসে কোচিং করার জন্য। ঢাকায় কোনো কিছুই অন্য স্থানের চেয়ে বেশি ভালো পড়ানো হয় না; তারা বেশি ফি নেয় কারণ ঢাকায় বিল্ডিং এর ভাড়া ও টিচার খরচ বেশি এই জন্য। ঢাকায় সাধারণ ছাত্রদের জন্য কোনো ভালো কিছু নেই; সায়েন্সের উদ্ভাস ও রেটিনা ছাড়া অন্যসব কোচিং সেন্টারগুলো দুইটি কাজ করে— টাকার বিনিময়ে ভালো ছাত্রদের পরিচয় কিনে নেয় এবং তারা নটরডেম ও অন্যান্য কলেজের কিছু ভালো ছাত্রদের নিয়ে কয়েকটি স্পেশাল ব্যাচ বানিয়ে তাদেরকে আলাদাভাবে অনেক সময় নিয়ে পড়ায় আর এরা ০১ থেকে ৫০০ এর মধ্যে সিরিয়ালে থেকে চান্স পেলে তাদের ছবি বিজ্ঞাপনে দেয়। এভাবে দেশজুড়ে ছাত্রদের মন ভুলিয়ে ভর্তি নেয় কিন্তু ভালো পড়ায় না।
আর এই ছাত্রদের ঢাকার পরিবেশে সেটআপ হতেই একমাস এর মতো সময় ব্যয় হয়ে যায়।

৬. ভালো বই না পড়ে শিট এর বিগত প্রশ্ন মুখস্থ করতে বেশি সময় দেওয়া। বিগত প্রশ্ন দেখে ধারণা নিতে হবে যে কেমন প্রশ্ন হয় কিন্তু এই বিষয়টা ঠিকমতো না বুঝে সময় নষ্ট করে লাভ নেই এটা বুঝতে হবে, কারণ এটা বোর্ডের পরীক্ষা নয় যে একই প্রশ্ন বারবার কমন আসবে।

৭. কৃষক না হয়ে ফসল ফলাতে চাওয়া: বেশিরভাগ ছাত্রই আছে যারা নিয়ম কানুন ও কৌশল না শিখে বিগত প্রশ্নের উত্তর কীভাবে হলো তা শিখতে চায়, কিন্তু এটা শিখে সর্বোচ্চ ওই প্রশ্নটির উত্তর করা সম্ভব। কিন্তু নিয়ম কনুন ও কৌশলগুলো শিখলে সব প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব। কিন্তু সেটা করার মতো ধৌর্য এই ছাত্রগুলোর থাকে না।

৮. পেপার না পড়া: একদল ছাত্রের ধারণা পেপার এর কী দরকার, কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই তো হয়। কিন্তু এমন ৬০% ছুটখাট তথ্য আছে যেগুলো আমরা জানতাম না কিন্তু সাম্প্রতিক কোনো কারণে পেপারে এসেছে এবং স্মার্ট ছাত্র হিসেবে তা জানা দরকার, আর এসব তথ্য এমন কোনো বিশেষ সাম্প্রতিক ইস্যু নয় যে কারেন্ট অ্যাফেয়ার্স এ তা আসবে, আর এসব পেপারে খুঁজতে গেলে একজন অনভিজ্ঞ ছাত্র তা অন্য দশটা অপ্রয়োজনীয় তথ্যের সঙ্গে একাকার করে ফেলবে। এক্ষেত্রে অভিজ্ঞ ভাইয়াদের সাহায্য প্রতিদিন নিতে হয় যা খুবই অসুবিধাজনক। পরীক্ষার্থীদের এই সমস্যা থেকে মুক্তি দিতে আমি 'নিউজপেপার ডাইজেস্ট' সম্পাদনা করে আসছি।

৯. পেপার পড়তে ধরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধরতে না পেরে সময় নষ্ট করে অহেতুক জিনিস পড়া।

১০. সহজ প্রশ্নের উত্তর ভুল করা: পরীক্ষায় সহজ প্রশ্নের উত্তর ভুল করা মানে প্রতিযোগিতা থেকে ছিঁটকে পড়া। একজন ছাত্র হয়তো খুব কঠিন একটা প্রশ্নের উত্তর করলো যেটা বেশিরভাগ ছাত্রই ভুল করেছে কিংবা পারেনি বলে উত্তর দেয় নি। কিন্তু সহজ একটি প্রশ্নের উত্তর ভুল করাতে সে মাইনাস মার্ক পেয়ে অনেকের পিছে পড়ে গেল।
এজন্যই আমি এ বিষয়ে ৪-৬টি ক্লাসে এটার কৌশলই শেখাই যেন কিছুতেই সহজ প্রশ্নের উত্তর ভুল না হয়।

আমি ফ্রি ক্লাস দেই এজন্য যে আমার স্বভাব হলো মানুষের উপকার করতে আমার ভালো লাগে; কিন্তু মানুষ এটাতে সায় দেয় না। কারণ, বাঙালির স্বভাব হলো ভালো জিনিস ফ্রি দিলে নিবে না কিন্তু মন্দ জিনিস সস্তায় দিলে তা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে..।

© মোঃ মেহেদী হাসান
এলসিএএস গবেষক,
প্রতিষ্ঠাতা,
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)

Monday, January 14, 2019

Classification


এখনে পাঠ্যসমূহ,
[] বাংলা
[] English
[] Basic Knowledge
[] ICT
[] সাধারণ জ্ঞান (ফানডামেন্টাল)
[] সাধারণ জ্ঞান (সাম্প্রতিক)
+ ভূয়োদর্শন
এই ফরমেটে বিভক্ত করে প্রকল্প সম্পন্ন করা হবে।

Note: BK, ICT এবং ভূয়োদর্শন সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত করে প্রশ্ন করা হয়ে থাকে।

ভূমিকা


"ঢাবি" তে ভর্তি পরীক্ষার সুযোগ এখন মাত্র ১ বার। তাই নিজেকে প্রতিযোগিতার জন্য উপযুক্তরূপে প্রস্তুত করার জন্য পড়াশুনার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা আবশ্যক। এসব কৌশল শেখার জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট লার্নিং সিস্টেম; আর সেভাবেই আমরা সাজিয়েছি "ঢাবি খ ইউনিট" ভর্তির প্রাইভেট প্রোগ্রাম!
HSC পরীক্ষার পর ঢাবি Admission Test এর Preparation সম্পন্ন করার জন্য সময় পাওয়া যাবে মাত্র "চার মাস"। এই অল্প সময়ে বিশাল এক পড়াশুনা সম্পন্ন করতে হবে।
তবে ঢাবি'র ক্ষেত্রে একটা সুবিধা আছে, তা হলো একজন ছাত্র কতটা তত্ত্বজ্ঞানে জ্ঞানী তার ভিত্তিতে মেধার বিচার করে ছাত্র ভর্তি নেওয়া হয় না, বরং কোন ছাত্র কতটা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে, সাম্প্রতিক বিষয়াদি সম্পর্কে সে কতটা বিচক্ষণ, সমস্যা মোকাবেলায় সে কতটা কৌশলী তার উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া হয় বলে ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন সেভাবেই তৈরি করা হয় যাতে কৌশলীরা জয়ী হয়।
তাই ঢাবি ভর্তির স্বপ্ন পূরণ করতে হলে এই সুবিধাটি কাজে লাগাতে হবে।
এই অল্প সময়ের প্রস্তুতি সম্পন্ন করতে গিয়ে কৌশলের একটু ত্রুটি হলেই আপনি ফসকে পড়বেন, আর অন্যকেউ দখল করে নেবে আপনার স্বপ্নের আসনটি।
এখন কথা হলো, একজন ছাত্র অভিজ্ঞতা নেই সে কী করে বুঝবে কোন কৌশলে প্রস্তুতি সম্পন্ন করতে হবে? বাঙালির স্বভাব হলো ঠেকে শেখা; কিন্তু একবার ঠেকে শিখে ২য় বার পরীক্ষা দেওয়ার সুযোগ তো নাই। তাহলে কি হবে?
আমরা বলছি সমস্যা নাই; আমরা আছি আপনাদের সঙ্গে। আপনাদের সেই স্বপ্নকে নিয়েই আমাদের Life Academy এইবার অফার করেছে "Admission Test Preparation Program for DU Kha Unit"!
আমাদের Comprehensive Alternative Model Admission Test আপনার ঠেকে শেখার অভিজ্ঞতা সম্পন্ন করবে। সেইসঙ্গে আমাদের অভিজ্ঞতা ও কৌশল সম্পন্ন শিক্ষাদান আপনাকে ভর্তিযুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ও কৌশলী করে তুলবে ইনসায়াল্লাহ।
আসুন আমাদের সঙ্গে যোগ দিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করুন। আমরা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় দৈনিক টিচিং টাইমে অনেক বেশি সময় নিয়ে আপনাদের অনেক বেশি কেয়ার করবো।

বৈশিষ্ট্যসমূহ:
√ সকল বিষয় বা প্রশ্নের উৎসসমূহ হতে সবকিছু পড়ে দেওয়া হবে।
√ ইনটেনসিভ কেয়ারে রাখা হবে; আমরা সঙ্গে থেকে পড়াবো।
√ পড়ানো বিষয়/ উৎসসমূহ হতেই প্রায় সকল প্রশ্ন কমন পাওয়া যাবে।
√ পর্যাপ্ত সংখ্যক পূর্ণাঙ্গ মডেল টেস্ট।
√ অন্যান্য এডমিশন কেয়ার প্রতিষ্ঠানের চেয়ে ৬ গুন বেশি কেয়ারনেস।
√ অন্যান্য প্রতিষ্ঠানের কাজ শুধু প্রেসক্রাইবিং, সেখানে আমাদের কাজ প্রেসক্রাইবিং এবং নার্সিং।
√ দৈনিক ৩+ ঘন্টা শিক্ষাদান।
√ আমাদের পাঠদান পদ্ধতি সম্পূর্ণরূপে আধুনিক ও সময়বান্ধব।
√ অল্প সময়ে বেশি পড়া সম্পন্ন করার সকল আধুনিক পদ্ধতি আছে।
√ আমরা ১৪-১৬ জনের একটিমাত্র ব্যাচ গঠন করবো, এর বেশি ছাত্র নেওয়া সম্ভব নয়; তাই শিঘ্রই ভর্তি হোন।
√ SSC ও HSC উভয় পরীক্ষায় GPA 4.25 বা তার উপরে থাকলে কিংবা, দুটি মিলে 8.50 বা তার উপরে থাকলে তাকে ভর্তি নেওয়া হবে।
√ পড়ার মধ্য থেকে প্রশ্ন কমন না এলে 75% কোর্স ফি রিটার্ন দেওয়া হবে।
√ পাঠদান: অন্যান্য প্রতিষ্ঠান সপ্তাহে ৩ দিন ক্লাস নিবে যার প্রতিটি ক্লাস ১ঘন্টা।
সেখানে আমরা সপ্তাহে ৫ দিন ক্লাস নিবো যার প্রতিটি ক্লাস ৩ ঘন্টা।
ফলে অন্যান্য প্রতিষ্ঠান সপ্তাহে পাঠদান করবে ৩ ঘন্টা আর আমরা পাঠদান করবো ১৫ ঘন্টা।
অর্থাৎ, ক্লাসের পাঠদানের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করা হবে।
√ ভেরিফিকেশন: আমরা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে ভালো পড়াই কি না তা ভেরিফাই করার জন্য ভর্তির পর ক্লাসের দুটি সংরক্ষিত আসনে অন্যান্য নামী-দামী প্রতিষ্ঠানে ভর্তি হওয়া আপনাদের বন্ধুদের এনে সঙ্গে ক্লাস করে তাদের অভিমতের ভিত্তিতে আমাদের শিক্ষার মান মূল্যায়ন করতে পারবেন।


কোচিং Vs এই প্রকল্প!
→ কোচিং কখনও প্রতিটি ছাত্রের দায়িত্ব নিয়ে পড়ায় না; তাদের ব্যবসার জন্য যা করা দরকার তা তারা করে। আমরা প্রতিটি ছাত্রের দায়িত্ব নিয়ে পড়াই ও তার প্রস্তুতি সম্পন্ন করে দেই।
→ কোচিংয়ে উপদেশ দেওয়া হয়। আমরা শুধু সুন্দর সুন্দর উপদেশ না দিয়ে উপদেশগুলো বাস্তবায়নে কাজ করি।
→ কোচিং এর ভাড়া করা শিক্ষকদের কাজ একটি শিট বা একটি নির্দিষ্ট অংশ পড়ে দিয়ে যাওয়া। তারা জানেও না ওই ব্যাচের ছাত্রগুলোর সার্বিক প্রস্তুতির কী অবস্থা, প্রতিটি ছাত্রের ব্যক্তিগত অগ্রগতির খবর জানা তো বহুদূরের কথা। অন্যদিকে আমরা সব তথ্য রাখি এবং সুসমন্বয় করে কাজ করি। এটা একমাত্র আমাদের পক্ষেই সম্ভব, কারণ আমাদের একটাই মাত্র ব্যাচ, আসন সংখ্যা সীমিত, যা করি তাদের জন্যই করি।
আশাকরি বুঝতে পেরেছেন।

অনন্য বৈশিষ্ট্য!
→ সপ্তাহে ৫দিন ক্লাস, প্রতিটি ক্লাস ৩ ঘণ্টা।
→ ক্লাসের পড়ার মধ্যে থেকে প্রশ্ন কমন না এলে কোর্স ফি ফেরৎ।
→ ৩ ঘন্টার ফ্রি যাচাই ক্লাস করে তারপর ভর্তি হতে চাইলে ভর্তি হওয়ার সুযোগ। যাচাই ক্লাসে ভার্সিটি পড়ুয়া ভাইয়া/ আপুদের গেস্ট আনা যাবে; ক্লাস শেষে তাদের মন্তব্য শুনেই জানতে পারবেন আমরা কেমন পড়াই।
→ ভর্তির পরেও আমরা কেমন পড়াই তা যাচাই করার জন্য অন্য কোন কোচিংয়ে ভর্তি হওয়া বন্ধুকে গেস্ট ছাত্র হিসেবে আনতে পারবেন।
→ কোর্স ফি চার কিস্তিতে পরিশোধের সুযোগ।
আরো অনেক কিছু...