Tuesday, January 15, 2019

পরামর্শ


প্রথমেই বলেছি ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতির জন্য পরিবেশ ও সাম্প্রতিকতা সম্পর্কে সজাগ হতে এবং সৃজনশীল, বিশ্লেষণমনস্ক ও কৌশলী হতে হবে। এক কথায় স্মার্ট হতে হবে।
১.
বাংলার ক্ষেত্রে সাম্প্রতিক দৈনিক পত্র-পত্রিকায় বহুল আলোচিত বাংলা আইকন শব্দগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। দেখা যায় এর মধ্যে হতেই শব্দ গঠন বিভাগে নয়তো অর্থতত্ত্বে কিংবা বানান বিষয়ক প্রশ্ন হয়ে থাকে। এ বিষয়ে আমরা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবো।
২.
ইংরেজির বিষয়ে বলতে হয় Text Book টি এ-টু-জেট বিশ্লেষণমূলকভাবে অধ্যয়ন করতে হবে। এক্ষেত্রে আমরা সমৃদ্ধ শিক্ষাদান করবো। আর Grammar এবং Language Knowledge and Applying এর ক্ষেত্রে আমাদের ক্লাসের শিক্ষাদান সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করবে।
৩.
সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অধিকতর গুরুত্বপূর্ণ টপিকগুলো বেশি অধ্যয়ন করতে হবে এবং সাম্প্রতিক বিষয়গুলো চুলচেরাভাবে অধ্যয়ন করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রকল্প সর্বোৎকৃষ্ট সেবা দিবে।
সুতরাং কথা একটাই, ক্লাস মিস করা যাবে না। ক্লাস মিস তো চান্স মিস। আমাদের নিয়মিত শিক্ষাদান তোমাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে ইনসায়াল্লাহ।

No comments:

Post a Comment